এম সংবাদ স্পোর্টস:
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া হতাশার হলেও খুব বেশি মন খারাপ করার কারণ দেখছেন না নেইমার। তার মতে, ইউরোপ সেরার ফাইনালে স্পেনের দুই দলের উপস্থিতিই প্রমাণ করে লা লিগার শিরোপা লড়াই কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা দুটি দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের চ্যালেঞ্জ জিতেই লিগ শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।
ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা লিগেও স্প্যানিশদের আধিপত্য; বুধবার রাতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে এবারের লা লিগায় সপ্তম হওয়া সেভিয়া।
আগামী রোববার কোপা দেল রের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এ লড়াইয়ের আগে গ্লোবোস্পোর্তে ডটকমের সঙ্গে আলাপকালে ইউরোপের সেরা প্রতিযোগিতায় স্পেনের দলগুলোর আধিপত্যের কথা বলেন নেইমার।
“(চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) স্পেনের দুই দলের উপস্থিতিতেই বোঝা যায়, লা লিগা জিততে বার্সেলোনা কতটা ভালো খেলেছে। ফাইনালে ওঠা দুটি দলকে আমি শুভেচ্ছা জানাই।”
“স্প্যানিশ লিগ যে খুব কঠিন, এটাই তার প্রমাণ। যে লিগ শিরোপা জিতেছি, সেটাকে আমাদের আরও বেশি মূল্য দিতে হবে।”