মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিপ্লব (২৮) নামে এক অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হলদিয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক বিপ্লব দিনাজপুর জেলার পঞ্জঘরের সদর থানার রোদ্রপাড়া গ্রামের মো. ছাত্তার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব নামের এক অপহরণকারী একটি শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে গণধোলাই দিয়ে প্রথমে হলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। গণধোলাইয়ের শিকার বিপ্লব জানান, নেশার টাকার জন্য মাঝে মধ্যে তিনি নানা ধরনের অপরাধমূলক কাজ করেন। নেশা করার টাকা নেই বলে প্রথমে মোবাইল চুরি ও পরে চকলেট দিয়ে ওই শিশুকে অপহরণের চেষ্টা করেন। লৌহজং থানার ওসি জাকির হোসেন জানান, শিশু অপহরণ সন্দেহে বিপ্লবকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে বিপ্লব আসলেই অপহরণকারী কিনা তা তদন্তের পরে বলা যাবে।